দর্জি কাজ শেখার গাইডলাইন। সেলাই মেশিনে কাজ শেখার নিয়ম কারণ

সেলাই কাজ শিক্ষা


আসালামু আলাইকুম

আমরা যারা দর্জি কাজ শিখতে চাই কিন্তু কাজ শেখার মত জায়গা পায় না।বা কিভাবে শিখবো বুঝতে পারি না।কোনো টেনিং সেন্টারে গিয়ে কাজ শেখার চেষ্টা করি।ট্রেনিং সেন্টারে গিয়ে কিছু দিন কাজ করার পরে আর ভালো লাগে না।এবং মনে হয় আমি কাজ শিখতে পারবো না।এবং কাজ শেখার প্রতি কোনো উৎসাহ থাকে না।আমরা কখনই এভাবে কাজ শিখতে পারবো না।

আমরা যারা দর্জি কাজ শিখতে চাই তাদেরকে অনেক দৈর্যশীল হতে হবে।আর নইলে কখনই আমরা কাজ শিখতে পারবো না।আমি 14 মাসে দর্জি কাজ শিখেছি এবং 5 পাঁচ বছরে ভালো এক জন  দক্ষতা শীল কারিগর হয়েছি।আমার সাথে অনেকেই কাজ শিখতে এসে আবার চলে গিয়েছে কাজ শিখতে পারেনি।

কিন্তু আমার যতই কষ্ট হয়েছে আমি কখনই কাজ ছেড়ে যায়নি।এবং আমার চেষ্টা ছিল আমার যতই কষ্ট হোক না কেনো আমি দর্জি কাজ শিখবোই ও কাজ শিখেছি এবং আজ আমি এক জন কাটিং মাষ্টার।এবং কিছু দিন পর নিজে দোকান দিয়ে ব্যবসা শুরু করব।
G.A.Suhag

সেলাই কাজ শেখা তারাতারি ব্যবসায় সফলতা।


 আপনি যদি নিজে দর্জি কাজ শিখে ভালো কিছু করতে চান তাহলে আপনাকে মন দিয়ে আগে কাজ শিখতে হবে।এবং আমরা কখনই কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে কাজ শিখবো না।কারণ আমরা ট্রেনিং সেন্টারে কোনোদিনই ভালোভাবে কাজ শিখতে পারবো না।আমরা কোনো দর্জির দোকানে গিয়ে কাজ শিখবো বা আমাদের আশে পাশে যে খুব ভালো কাজ জানে তার কাছে গিয়ে কাজ শিখবো।
তবে
শুধু কাজ শিখলেই হবে না।কাজ সম্পর্কে ভালোভাবে ধারনা নিতে হবে।এবং আপনি যদি মনে করেন দর্জি কাজ দিয়ে জীবনে ভালো কিছু করবেন তাহলে আপনাকে সেলাই শেখার পরে আপনাকে কাটিং শেখার চেষ্টা করতে হবে এবং কাটিং শিখতে হবে।কাটিং শেখার পরে আপনাকে নিজে দোকান দিয়ে ব্যবসা শুরু করতে হবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url