বড়দের জামার নিউ বোট গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করতে হয়।

বোট গলার ডিজাইন
বোট গলার ডিজাইন
আসসালামু আলাইকুম।
বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় গলা গুলুর ভিতরে একটা হচ্চে বোট গলা।বোট গলা বের হয়েছে বেশি দিন হয় নি।এখন সচরাচর অনেকেই বোট গলা ব্যবহার করে।বোট  গলা বেশি ব্যবহার করে কম বয়সী মেয়েরা ও 40 চল্লিশ বছর বয়সের নিচে যেই সব মহিলা  রয়েছে তারা।এই গলাটা নৌকার মত চড়ানো থাকায় পড়তে অনেক আরম দায়ক ও দেখতেও অনেক সুন্দর লাগে।

নিউ বোট নেক ডিজাইন। 

আর চল্লিশ বছর বয়সের বেশি যেইসব মহিলারা বোট গলা পড়ে তারা সাধারনত বোট গলার চরানো কম দেয় আর গোল গলার তম গলাটা একটু নামানো দেয়।বোট গলাটা মানুষের মাথায়  এসেছে বোট ও নৌকা দেখে।এই জন্য এই গলার নাম দেওয়া হয়েছে নৌকা গলা বা বোট গলা।এবং এই গলাটা দেখতে কিন্তু অনকটা নৌকার মত লম্বা।
Boat neck design 

 এই গলার মাফ সাধারনত চরানো হয় 4½ থেকে 5 ইঞ্চি আর গলার নামানো হয় 5 থেকে 5½ ইঞ্চি।আর বোট গলার ভিতরে অনেক ডিজাইন বের হয়েছে এখন।

এই গুলু হচ্চে বোট গলার কয়েকটা ডিজাইন।
বোট গলা

বোট নেক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url