বড়দের নতুন জামার সামনের ডিজাইন ও গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও।
![]() |
জামার গলার ডিজাইন |
এই গলার ডিজাইনটা গোল গলার ভিতরে করা হয়েছে।গলার ও সামনের দিকে পাইপিনের জায়গায় আপনারা হাফ ইঞ্চি বডার বা লেচ দিয়েও সেলাই করতে পারবেন।এই জামায় গলার পাইপিনটা এবারে নিচ পর্যন্ত দেওয়া হয়েছে আপনারা চাইলে কোমর পর্যন্ত হাফ বডি দিয়ে পাইপিনটা কোমর পর্যন্ত দিতে পারেন।
এছাড়াও এই জামায় চোট চোট সুবোতাম দেওয়া হয়েছে।আপনারা চাই বড় সু বোতামও দিতে পারেন বা অন্য বোতামও দিতে পারেন।
নতুন জামার ডিজাইন ও গলার ডিজাইন।
নিচে দুইটা ভিডিও দেওয়া হয়েছে। দুইটা ভিডিওতেই গলার ডিজাইনটা দুই ভাবে করা হয়েছে।একটাতে পাইপিনটা নিচ পর্যন্ত দেওয়া হয়েছে আরেকটাতে পাইপিনটা কোমর পর্যন্ত দেওয়া হয়েছে।দুইটাতে বোতাম গুলু দুই রকম দেওয়া হয়েছে।
আপনারা দুইটা ভিডিও কয়েকবার করে দেখবেন তাহলে আপনারা সব কিছু সহজে বুজতে পারবেন।
![]() |
গলার ডিজাইন |
গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও।
Neck design cutting and sewing |
Related video
জামার গলার ডিজাইন কাটিং ও সেলাই |