নতুন জামার গলার ডিজাইন 2022 পিক। বিভিন্ন ধরনের গলার ডিজাইন নতুন ২০২২
জামার গলার ডিজাইন সবাই তৈরী করতে পারে না।জামার ডিজাইন,গলার ডিজাইন যারা তৈরী করে তারা সেলাই কাজের প্রতি অনেক অভিজ্ঞতাশীল।ভিবিন্ন ডিজাইন নিয়ে অনেকে এখন পড়াশোনাও করছে এবং সেলাই কাজ সম্পর্কেও তারা মুটামুটি অভিঙ্গতা নিয়ে থাকে।
এছারাও যারা সেলাই কাজ করে তাদের মাঝেও অনেকে খুব ভালো ডিজাইন করতে পারে।কেউ সেলাই কাজ করে ডিজাইনার হতে হলে প্রথমে তাকে ভালো করে সেলাই কাজ শিখতে হবে।সেলাই কাজ মুটামুটি ভালোভাবে শেখা হলে তারপর কাটিং শিখতে হবে।ভালোভাবে কাটিং ও সেলাই শিখতে পারলে তারপর আপনি যেকোনো জামার ডিজাইন,গলার ডিজাইন, হাতার ডিজাইন,পায়জামার ডিজাইন সহ সব ধরনের ডিজাইন খুব সহজেই তৈরী করতে পারবেন।
নিউ বিভিন্ন ধরনের জামার গলার ডিজাইন
সেলাই কাজের ভিতরে দুই ধরনের কাজ রয়েছে লেডিস ও জেন্স।আপনি যদি মনে করেন লেডিস কাজের উপরে ডিজাইন শিখবেন তাহলে আপনাকে লেডিস কাজ খুব ভালোভাবে শিখতে হবে ।আর জেন্স কাজের ভিতরে তেমন কোনো ডিজাইন থাকে না।আর কখনোই লেডিস জেন্স দুইটা একসাথে শেখার চেষ্টা করবেন না তাহলে অনেক সময় লেগে যাবে।
সেলাই কাজের ভিতরে আরও দুইটা ধরন রয়েছে অর্ডারী ও রেডিমেট।অর্ডারী কাজ বলতে যারা কোনো দোকান দিয়ে কাষ্টমারের কাচ থেকে অর্ডার নিয়ে কাজ করে।আর রেডিমেট কাজের অনেক কোম্পানী তারা একসাথে ৫-৬ শত করে জামা তৈরী করে মার্কেট গুলুর দোকানে দোকানে দিয়ে দেয় বা তাদের নিজেদের অনেকের শোরুম থাকে। জামার ডিজাইন,গলার ডিজাইন এই গুলু বেশির ভাগ চাহিদা রয়েছে রেডিমেট সেলাই কাজের কোম্পানী গুলুতে।রেডিমেট কাজ যারা করে তারা একে একটা ডিজাইনের একবারে ৫-৬ শত পিচ করে জামা কাটিং করে ও সেলাই করে।