New Jamar Gola and Hatar Design বড়দের জামার নতুন গলার ডিজাইন
এই জামার গলার ডিজাইনটা পান গলার ভিতরে তৈরী করা হয়েছে।গলার কুছি গুলু পায়জামার কাপড় দিয়ে দেওয়া হয়েছে। এবং এই জামার হাতায় ডেউ ডেউ করে কেটে ডিজাইন করা হয়েছে। এই ধরনের ডিজাইন গুলু সুতি জামায় তৈরী করলে কুচি গুলু অনেক সুন্দরভাবে বসে থাকে তাই জামার গলাটা দেখতে আরো বেশি সুন্দর লাগে।