জামার গলার ডিজাইন সেলাই ও চেইন লাগানোর নিয়
জামার গলার ডিজাইন গুলু তৈরী করার সময় অনেক গুলু সমস্যা তৈরী হয়।যেমন অনেক সময় জামার ডিজাইন করা শেষ হলে তারপর জামা গলা মাপ দিয়ে দেখা যায় জামার গলা দিয়ে মাথা ডুকে না।এছারাও অনেক সময় সমস্যা হয় জামার কলার গলা গুলু বড় হয়ে যায় এতে গলা সুন্দর ভাবে ফিট হয় না। আবার অনেক জামার ডিজাইন সুন্দর হয় না কাপরের কারনে। কাপর জরজেট বা ভারী কাজ থাকার কারনে ডিজাইন করতে সমস্যা হয়।
জামার চেইন দেওয়ার অনেক গুলু কারণ থাকে।যাদের ছোট বাচ্চা থাকে তাদের জামায় সামনের দিকে চেইন দিতে হয় যাতে বাচ্ছাকে দুধ খাওয়াতে পারে। এরাও যারা জামার গলা ছোট পড়ে তাদের জামায় চেইন দিতে হয় যেনো খুব সহজেই মাথা ডুকাতে পারে। চেইন দিয়ে জামা পরার আরো অনেক গুলু সুবিধা রয়েছে।জামায় চেইন দিলে জামা অনেক বেশি পিটিং হলেও জামা শরীরে ডুকাতে কোনো সমস্যা হয় না।যেইসব মেয়েরা জামা অনেক বেশি ফিটিং পড়ে তাদের জামায় বেশির ভাগ চেইন ব্যবহার করা হয়।
চেইন লাগানোর নিয়ম।
জামায় চেইন লাগানোর কিছু মাপ রয়েছে।জামার চেইন লাগানোর নিয়ম হচ্ছে জামার কাধ থেকে ১৫-১৬ ইঞ্চি নিচ পর্যন্ত।মাপ না ধরতে চাইলে কোমরের দাগের থেকে এক দের ইঞ্চি নিচে পর্যন্ত চেইন লাগালেই হয়।আর যেই সব জামা গুলুতে পিচনে কলার থাকে ঐ সব জামায় চেইন লাগালে চেইনের লম্বা যতটুকু ততটুকু লাগালেই হয়।একটা চেনের লম্বা থাকে সাধারনত ১৪ ইঞ্চির মত।
যেইসব জামার পিচনে কলার থাকে ঐ জামা গুলুতে বেশির ভাগ হাফ চেইন ব্যবহার করা হয়।হাফ চেন সাধারনত ৭-৮ ইঞ্চির মত থাকে।হাফ চেইনের মাফ হচ্ছে কোমরের দাগ থেকে দের ইঞ্চি নিচ থেকে উপরের দিকে ৭-৮ ইঞ্চির মত।
চেইনের ধরন।
চেইন অনেক ধরনের রয়েছে। নরমাল চেইন, উল্টা চেইন,স্টিলের চেইন, গজ চেইন, জেকেটের চেইন।এমনিতে সাধারন জামায় ব্যবহার করার জন্য সব থেকে উল্টা চেইন লাগালে অনেক ভালো হয়।বর্তমানে বেশির ভাগ টেইলার্সেই জামায় উল্টা চেইন লাগানো হয়।উল্টা চেইন লাগালে জামা পরার পর তেমন একটা চেইন দেখা যায় না।শুধু চেইনের জায়গাটা একটা জয়েন্টের মত দেখা যায়।সব দর্জিরা উল্টা চেইন লাগাতে পারে না।
চেইনের অসুবিধা।
জামায় চেইন লাগিয়ে পরার যেমন সুবিধা রয়েছে তেমন অসুবিধেও রয়েছে।জামায় চেইন লাগালে চেইন যদি ভালো কোয়ালিটির না হয় তাহলে অনেক সময় জামা পরার পর চেইন ফেটে যায়।এচারাও চেইন ভালো কোয়ালিটির না হলে জামা কিছু দিন পরার পরচেইন নষ্ট হয়ে যায়।অনেক সময় অসাবধানতার বসে চেইন খুলতে গেলে চেইনে লেগে কাপড় ছিঁড়ে যায়।