গোল গলার ডিজাইন জামা।বড়দের বিভিন্ন নতুন জামার গলার ডিজাইন।


গোল গলার ডিজাইন জামা।জামার গলার ডিজাইন।
এই জামার গলার ডিজাইন গুলু দুইটাই গোল গলার উপরে করা হয়েছে।এই গলা গুলু তৈরী করার সময় প্রথমে গোল গলা কাটিং করে তার পর ডিজাইনটা করা হয়েছে।এবং সোজা করে সামনের দিকে কাধ থেকে ১৪-১৫ ইঞ্চির মত সোজা করে কাটা দেওয়া হয়েছে।

জামার গলায় যেই পট্টিটা বসানো হয়েছে এই পট্টির চওরা হবে প্রায় এক থেকে দের ইঞ্চি মত।এই পট্টিটা সামনে সোজা করে কোমরের মার্জিন পর্যন্ত দেওয়া যায়।

এই গলার ডিজাইনটা সামনের শো বোতাম গুলু লুব বোতাম অথবা বাজারের কেনা বোতামও দেয়া যায়।যদি গলার মাপটা ছোট দেওয়া হয় তাহলে সামনের সোজা কাটার মাঝে খোলা রেখে হোক বা টিপ বোতাম দিয়ে দেওয়া হয়।এছারাও যদি কারো ছোট বাচ্ছা থাকে তাহলে বাচ্ছাকে বুকের দুধ খাওয়ানোর জন্য সামনে এভাবে হোক বা টিপবোতাম দেওয়া হয়।

সামনের সোজা কাটা না দিয়েও শুধু গলার ডিজাইনটা করা যায়।তবে সামনে কাটা না দিলে ডিজাইনটা তেমন ভালো লাগে না।এই ডিজাইন গুলু ছারাও গোল গলার ভিতরে অনেক ভালো ভালো ডিজাইন করা যায়।

বড়দের বিভিন্ন নতুন জামার গলার ডিজাইন ভিডিও।




জামার নতুন গলার ডিজাইন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url