বেন কলার ডিজাইন , কামিজের কলার গলার ডিজাইন
আসসালামু আলাইকুম।
জামার কলার গলা ডিজাইন গুলুর ভিতরে আমার মনে হয় এই ডিজাইনটা খুব সহজ ও সুন্দর একটা ডিজাইন। আমরা এই ডিজাইনটা হাতা চারা তৈরী করেচি।আপনারা চাইলে হাতা সহ তৈরী করতে পারেন।এই জামার গলার ডিজাইনটা তৈরী করার জন্য আলাদা কোনো গলা কাটিং করতে হয় না।সামনের গলার দিকে কাধ থেকে ১৪ ইঞ্চির মত সোজা কাটা দিয়ে এই ডিজাইন তৈরী করা যায়।
আপনারা যদি এই জামায় হাতা দিতে চান তাহলে হাতার মওরার এই কুচি গুলু দিতে হবে না।হাতার মওরার কুচি গুলু হাতার মুখে দিয়ে দিবেন।আপনারা এই জামার ডিজাইনের ভিতরে আরও কিছু পরিবর্তন আনতে পারেন যেমন জামার কলারটা কুচির কাপর দিয়ে তৈৈৈরী করতে পারেন।
এছারাও আপনারা যদি কুচি গুলু সুন্দর ভাবে দিতে চান তাহলে কুচির কাপর গুলু কেটে আইরন বা সেলাই দিয়ে একটা ভাজ দিয়ে নিবেন।তারপর কুচি গুলু দিবে তাহলে কুচি গুলু অনেক সুন্দর হবে।
কলার গলা কাটিং ও সেলাই।