নতুন প্লাজু পায়জামা ডিজাইন কাটিং। নতুন পায়জামার ডিজাইন কাটা ও সেলাই
এই ধরনের কাটিং এর প্লাজুকে বলা হয় বেলবেটম প্লাজো।এই প্লাজো গুলুতে কোমরে বেল্ট এবং চেইন ব্যবহার করে থাকে অনেকে।ডিজাইন প্লাজু গুলুর ভিতরে এটাও একটা প্লাজুর ডিজাইন।এই বেলবেটম প্লাজো গুলুতে নিচের দিকে লুজটা একটু বেশি দিতে হয়।নিচের লুজটা একটু বেশি দিয়ে হাটুর জায়গায় একটু চাপা করে দিলে নিচের সেইবটা অনেক সুন্দর হয়।এই প্লাজোর ডিজাইন গুলু শহরের মানুষ বেশি ব্যবহার করে।
বেলবেট প্লাজো কাটিং ভিডিও
নতুন প্লাজু পায়জামা ডিজাইন কাটা ও সেলাই।
স্কাট প্লাজো কাটিং ভিডিও।
প্যান্ট প্লাজোতে বেল্ট ও চেইন দিতে হয়। বেল্ট এবং চেইন থাকার করনেই প্যান্ট প্লাজো বলা হয়।প্যান্ট কাটিং প্লাজুতে শুধু বেল্ট দিয়েও তৈরী করা যায় কিন্তু চেইন দিলে প্লজো পড়তে সুবিধা হয়। প্যান্ট প্লাজু কাটিং করার সময় পেন্টের মত সামনের পার্ট একটু ছোট ও পিচনের পার্টটা একটু বড় দিলে প্লাজু পরার পর পিটিং অনেক ভালো হয়।
নরমাল প্লাজো কাটিং
নতুন পায়জামা ডিজাইন কাটা ও সেলাই করার নিয়ম
নরমাল প্লাজো তৈরী করতে দুই থেকে আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় লাগে।প্লাজোর কোমরে সবাই রাবার ব্যবহার করে পড়ে। ফিতাও ব্যবহার করা যায় কিন্তু প্লাজোতে লুজ বেশি থাকার কারনে রাবার ব্যবহার করলে প্লাজুর কাপড়টা সবদিকে সমান থাকে তাই ব্যবহার করে আরাম পাওয়া যায়। সব ধরনের প্লাজোতেই বেল্ট ও চেইন ব্যবহার করা যায়।