নতুন নতুন সিম্পল সুতি জামার গলার ডিজাইন | Different Best Neck Designs
আসসালামু আলাইকুম।
জামার নতুন গলার ডিজাইন গুলুর ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন।পান গলার ভিতরে এই ধরনের ডিজাইন গুলু তৈরী করতে তেমন একটা সময় ও পরিশ্রম দিতে হয় না।পান গলার ভিতরে আরো অনেক ধরনের ডিজাইন রয়েছে।জামার গলার ভিতরে যদি কোনো ডিজাইন না দেওয়া হয় তাহলে বেশির ভাগ জামায় পান গলায় দেওয়া হয়।সাধারনত সুতি জামা গুলুর ভিতরে পান গলা, গোল গলা, মেট্রো গলা, স্কয়ার গলা, ভি গলা সহ এই ধরনের সাধারন গলা গুলু দেওয়া হয়।
নতুন জামার গলার ডিজাইন ২০২৫
এই ধরনের ডিজাইন গুলু তৈরী করার জন্য প্রথমে নরমাল ভাবে জামার বডিতে পান গলা কাটিং করতে হবে।কাগজ পেষ্টিং বা পিওজিএ গলার মাপে ১ ইঞ্চি চওরা করে পট্টি কেটে নিতে হবে।এই পট্টিটা কাধ থেকে ১৪ ইঞ্চি নিচ পর্যন্ত নামিয়ে কেটে নিবো।পট্টিটা আইরন দিয়ে বা সেলাই দিয়ে কাপরে বসিয়ে নিবো।তারপর পট্টির ২ পাশেই পাইপিং করে গলায় বসিয়ে নিবো।এবং কাপরে শো বোতাম পেচিয়ে জামার পাইপিং এর উপরে বসিয়ে নিবো।