গার্মেন্টস নতুন সেলাই মেশিনের দাম বাংলাদেশ জ্যাক, জুকি, সিঙ্গার, বাটার প্লাই
এই ভিডিওটাতে সব কিছু দেওয়া আছে কোন সেলাই মেশিনের দাম কত। আপনারা যারা ঢাকার ভিতরে সেলাই মেশিন কিনতে চান তারা মিরপুর থেকে সেলাই মেশিন কিনতে পারেন। মিরপুরে অনেক সেলাই মেশিনের শো-রুম রয়েছে।মিরপুর ১ নম্বারে গিয়ে যে কাউকে সেলাই মেশিনের শোরুমের কথা জীঙ্গাসা করলে যেকেউ দেখিয়ে দিবে।
বাংলাদেশে সেলাই মেশিনের অনেক চাহিদা রয়েছে।এবং প্রতি বছরে বাড়ছে সেলাই মেশিনের চাহিদা।বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ লাখ সেলাই মেশিন বিক্রি হয়ে থাকে।সিঙ্গার কোম্পানি বছরে ৭০-৮০ হাজারের মত সেলাই মেশিন বিক্রি করে থাকে।এবং বাটারপ্লাই কোম্পানি বছরে ৬০ হাজারের মতো সেলাই মেশিন বিক্রি করে থাকে।
এমন এক সময় ছিল যখন সেলাই কাজের তেমন কোনো মূল্য ছিল না।বর্তমানে সেলাই কাজের অনেক চাহিদা। কেউ যদি ভালো ভাবে সেলাই কাজ জানে আর তার কাচে যদি একটা সেলাই মেশিন থাকে তাহলে তিনি মাসে ১৫-২০ হাজার টাকা ঘরে বসে টুকটাক কাজ করে ইনকাম করতে পারে।
এছারাও কেউ যদি ভালোভাবে সেলাই ও কাটিং শিখে নিজে দোকান দিয়ে ব্যবসা শুরু করে তাহলে ব্যবসায় খুব তাড়াতাড়ি সফল হতে পারে।কারন টেইলারিং ব্যবসা করতে তেমন পুঁজি লাগে না।
সেলাই মেশিনের দাম বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশে সেলাই মেশিনের দাম অনেকটাই বেড়েছে।জ্যাক, জুকি অটো নরমাল সেলাই মেশিন গুলুর বর্তমান দাম ২৯ থেকে ৩০ হাজার টাকার ভিতরে।এছারাও বাজারে আরো অনেক কোম্পানির অনেক মডেলের মেশিন রয়েছে বিভিন্ন দামের ভিতরে। আর নরমাল ফুট মেশিনের ভিতরে সিংগার, বাটারফ্লাই মেশিনের ভিতরে নানান দামের মেশিন রয়েছে। ৬ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত।
যারা সেলাই মেশিন কিনতে চান তারা প্রথমে মুটামুটি ভাবে কারো কাজ থেকে মেশিন সম্পর্কে ও সেলাই সম্পর্কে একটু জেনে নিবেন। নাহলে মেশিন কেনার পর অনেক সমস্যায় পড়তে পারেন।