জামার নতুন কলার ডিজাইন তৈরী কাটিং ও সেলাই | জামার কলার ডিজাইন।
এই জামাটা কাটিং ও সেলাইয়ের তিন পার্ট ভিডিও তৈরী করা হয়েছে।প্রথম পার্টে দেখানো হয়েছে সম্পূর্ণ জামাটা কিভাবে কাটিং করা হয়েছে।আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিও গুলু ২-৩ বার ভালো করে দেখবেন তাহলেই সব কিছু সহজে বুজতে পারবেন।এই জামা গুলু তৈরী করতে তিন থেকে সাড়ে তিন হাত বহরের সাড়ে তিন গজ কাপর লাগে।
ভিডিওর পার্ট ২তে দেখানো হয়েছে জামার চেইন লাগানো ও কলার বানানোর নিয়ম কাটিং ও সেলাই। এই ধরনের কলার গলা গুলুর কলার কাটিং করার সময় কলারের সেইবটা একটু বেশি দিতে হয়।আর কলারটা দিতে হয় শার্ট পেষ্টিং দিয়ে। আর কলাটা গলার মাপ থেকে ১ ইঞ্চি বড় দিবেন।কলার বানানোর পরে কলারে মাথায় ২ বা ১ হোক দিয়ে হোক দিয়ে দিবেন। হোক দিয়ে দিলে জামার শরীরে পরার পর কলারের মাথা ফাকা হয়ে থাকবে না।
পার্ট ৩ ভিডিওটা আমরা এখনো তৈরী করি নি। আপনারা যদি এই জামা কাটিং ও কলার গলাটা বানানো ঠিক মত বুঝতে পারেন তাহলে আর কিছু দেখতে হবে না।তারপর আপনারা শুধু টিকিন গুলু দিয়ে হাফ বডির সাইডটা সেলাই করবেন।তারপর নিচের পাটের সাইডটা সেলাই করে উপরের হাফ বডির সাথে নিচের পার্টটা সেলাই করে লাগিয়ে দিবেন।তারপর জামার নিচটা সেলাই করবেন।তারপর যদি জামা হাতা লাগান তাহলে জামার হাতাটা লাগিয়ে দিবেন।